৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে বসছে ইরানসহ কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলো
পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/06/CaptureUUUUUUUUU.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, বিদেশি হস্তক্ষেপ ঠেকানোর উপায় নিয়ে আলোচনা করতে যাচ্ছে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলো।
তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে তিনি বুধবার সকালে সাংবাদিকদের এ কথা জানান। কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর সরকার প্রধানদের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আশখাবাদে।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলো ছাড়াও এ অঞ্চলের সব দেশের মধ্যে পরিবহন, ক্যাস্পিয়ান সাগরের সম্পদ ব্যবস্থাপনা এবং এ অঞ্চলে বিদেশিদের উপস্থিতির বিরুদ্ধে সহযোগিতা প্রতিষ্ঠা খুবই জরুরি।
শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি প্রেসিডেন্ট রায়িসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাদা বৈঠক করবেন বলে কথা রয়েছে। গত বছরের আগস্ট মাসে প্রেসিডেন্ট রায়িসি ক্ষমতায় আসার পর এ নিয়ে তিনি পুতিনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করবেন।
পুতিনের সঙ্গে বৈঠক করা ছাড়াও তুর্কমেনিস্তান, কাজাখস্তান এবং আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করবেন।
এদিকে, কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে গতকাল সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্মিলিতভাবে কৌশল খুঁজে বের করতে ইরান সবসময় সমর্থন দিয়ে আসছে। পার্সটুডে