৪২ বছরে ইরানের অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়েছে ৫৫ গুণ
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২১
ইরানের গত ৪২ বছর আগের তুলনায় বর্তমানে অপরিশোধিত ইস্পাত উৎপাদনের পরিমাণ ৫৫ গুণ বেড়েছে। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।
ইরানের বর্তমানে অপরিশোধিত ইস্পাত উৎপাদনের সক্ষমতা দাঁড়িয়েছে ৩৮ দশমিক ২ মিলিয়ন টন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের বিজয়ের শুরু বছরগুলোর তুলনায় এই উৎপাদন বেড়েছে ৫৫ গুণ।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১৩ সালের তুলনায় বর্তমানে অপরিশোধিত ইস্পাত উৎপাদনের সক্ষমতা বেড়েছে ৬৮ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।