বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

৪২ দেশে দুধের শিশুদের সমাবেশ; কেন এ আয়োজন?

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের অন্তত ৪২টি দেশে শুক্রবার হুসাইনি শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত শিশু সমাবেশে লাখ লাখ দুধের শিশু অংশ নেয়।

খোদাদ্রোহী ইয়াজিদ বাহিনীর হাতে কারবালায় ইমাম হুসাইন (আ)’র ছয় মাসের শিশু পুত্র হযরত আলী আসগর (আ)’র শাহাদাতের স্মরণে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই বিশেষ শিশু সমাবেশ।

আলী আসগর (আ) বিশ্ব-সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর মহররম মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হয় এই শিশু মহাসমাবেশ।

মা’দের উপস্থিতিতে এই সমাবেশে হযরত আলী আসগরের হৃদয়-বিদারক শাহাদাতকে স্মরণ করা হয়। এবারের সমাবেশেও দুধের শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শূন্য ও রক্তমাখা দোলনা দুলিয়ে শোকার্ত মায়েরা তাদের শিশুকে কোলে নিয়ে এই শোকানুষ্ঠানে অংশ নেন। ফলে সৃষ্টি হয় হৃদয়-বিদারী শোকের পরিবেশ। অনেকে চিৎকার দিয়ে কাঁদতে থাকেন।

৬৮০ খ্রিস্টাব্দে বা ৬১ হিজরির দশই মহররম ইমাম হুসাইন (আ) পিপাসায় কাতর শিশু আলী আসগরের জন্য পানি চাইলে ইয়াজিদ বাহিনীর হারমালা নামের এক সেনা তিন শাখাবিশিষ্ট একটি তীর ইমামের এই শিশু সন্তানের গলায় নিক্ষেপ করে। ফলে সঙ্গে সঙ্গে শহীদ হন ওই কচি শিশু। – পার্সটুডে।