৪০টি দেশের রাষ্ট্রদূতের ইরানের কাজভিন সফর
পোস্ট হয়েছে: জুন ২২, ২০১৬

বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং পর্যটনকে আরো উৎসাহিত করতে ৪০ টি দেশের রাষ্ট্রদূতদের জন্য ইরানের কাজভিন শহরে একদিনের সফরের আয়োজন করেছে দেশটির পর্যটন ও সংস্কৃতি বিভাগ।
কাজভিন পৌরসভা সার্বিকভাবে এ সফরের তত্ত্বাবধান করবে। ইরান সরকার সেই সব দেশের রাষ্ট্রদূতদের এ সফরে আমন্ত্রণ জানিয়েছে যে সব দেশ থেকে পর্যটক ইরানে সফরের সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে, তুরস্ক, চীন, ভারত, পাকিস্তান, তুর্কমেনিস্তান,আফগানিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন, ওমান, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ব্রিটেন, স্পেন, ইতালি ও গ্রিস। রাষ্ট্রদূতরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে কাজভিন যাবেন এবং সেখানে তাদের দেশের পক্ষ থেকে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখবেন।সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন