রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

৪০টি দেশের রাষ্ট্রদূতের ইরানের কাজভিন সফর

পোস্ট হয়েছে: জুন ২২, ২০১৬ 

news-image
বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং পর্যটনকে আরো উৎসাহিত করতে ৪০ টি দেশের রাষ্ট্রদূতদের জন্য ইরানের কাজভিন শহরে একদিনের সফরের আয়োজন করেছে দেশটির পর্যটন ও সংস্কৃতি বিভাগ।
কাজভিন পৌরসভা সার্বিকভাবে এ সফরের তত্ত্বাবধান করবে। ইরান সরকার সেই সব দেশের রাষ্ট্রদূতদের এ সফরে আমন্ত্রণ জানিয়েছে যে সব দেশ থেকে পর্যটক ইরানে সফরের সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছেতুরস্কচীনভারতপাকিস্তানতুর্কমেনিস্তান,আফগানিস্তানজাপানদক্ষিণ কোরিয়াইন্দোনেশিয়ামালয়েশিয়াকাজাখস্তানসৌদি আরবকুয়েতকাতারসংযুক্ত আরব আমিরাতইরাকবাহরাইনওমানযুক্তরাষ্ট্রকানাডাজার্মানিব্রিটেনস্পেনইতালি ও গ্রিস। রাষ্ট্রদূতরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে কাজভিন যাবেন এবং সেখানে তাদের দেশের পক্ষ থেকে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখবেন।সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন