৪ মাসে ২ লাখ টন ময়দা রপ্তানি করল ইরান
পোস্ট হয়েছে: জুলাই ১৮, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/07/4bmzad0c1691d1t3g0_800C450.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরান চলতি ফারসি বছরের প্রথম চার মাসে দু লাখ টন ময়দা রপ্তানি করেছে। ইরানের কৃষিমন্ত্রী জাহাদ খালিল আকাই এ কথা ঘোষণা করেছেন।
তিনি বলেন, ২০১৪ সাল থেকে ইরান গম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং গম আমদানির কোনো প্রয়োজন নেই বরং ইরান এখন গম ও ময়দা রপ্তানি করছে। তিনি জানান, কৃষকদের রাত-দিনের পরিশ্রম ও কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় গম উৎপাদনে এ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হয়েছে।
গত মাসে ইরানের কৃষিপণ্য রপ্তানি জাতীয় পরিষদের প্রধান রেজা নূরানি জানিয়েছিলেন, চলতি বছর ইরান থেকে ৩৫ হাজার টন গমের প্রথম চালান পাঠানো হয়েছে ওমানে। সরকারি তথ্য অনুসারে, ইরান এ বছরে ২০ লাখ টন গম ও ময়দা রপ্তানি করতে পারবে। – পার্সটুডে ।