শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

২১ দেশে ন্যানো পণ্য রপ্তানি করে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০১৭ 

news-image

বর্তমানে বিশ্বের ২১টি দেশে ন্যানো পণ্য রপ্তানি করে ইরান। এ থেকে দেশটির আয় ৩০০ বিলিয়ন তুমান (ইরানি মুদ্রা) ছাড়িয়েছে।ইরানের ন্যানো প্রযুক্তি উন্নয়ন দপ্তরের শিল্প উন্নয়ন গ্রুপের পরিচালক আলী তাহারি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইরানের ন্যানো প্রযুক্তি বাজারের আকার ৩০০ বিলিয়ন তুমান ছাড়িয়েছে। বর্তমানে ইরান বিশ্বের ২১টি দেশে ন্যানো পণ্য রপ্তানি করছে।

তাহারি বলেন, ‘ন্যানো-ফ্যাব্রিক শিল্প উৎপাদন লাইনে তৎপরতা জোরদারের পর আমরা এই প্রযুক্তি দক্ষিণ কোরিয়ায় রপ্তানি করতে সক্ষম হয়েছি। একইসাথে চীনে রপ্তানির লক্ষ্যে আমরা একটি চুক্তি সই করেছি।’

ইরান ইতোমধ্যে জানিয়েছে দেশটি অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া,তুরস্ক, রাশিয়া ও অন্যান্য ইউরোপীয় দেশে ন্যানো পণ্য রপ্তানি করছে। সূত্র: ইসনা।