বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

২০২৪ সালে বিশ্ব সেরা উশু (তায়কোয়ান্দো) ক্রীড়াবিদ হয়েছেন ২ ইরানি

পোস্ট হয়েছে: মার্চ ১১, ২০২৫ 

news-image

২০২৪ সালে ২ ইরানি উশু বা মার্শাল আর্ট-তায়কোয়ান্দো ক্রীড়াবিদকে বিশ্বের সেরা হিসেবে নির্বাচিত করা হয়েছিল।বার্ষিক কর্মসূচির আওতায়, ২০২৪ সালের শেষে বিশ্ব উশু বা মার্শাল আর্ট ফেডারেশন বিশ্বের সেরা উশু ক্রীড়াবিদদের মধ্য থেকে বর্ষসেরা প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, উশু বা আই ডব্লিউ ইউ এফ কমিটি (IWUF) কর্তৃক প্রার্থীদের তথ্য পর্যালোচনা করার পর ইরানের দুই প্রতিনিধিকে সেরা মহিলা তায়কোয়ান্দো এবং ভবিষ্যত সান্দা তারকা বিভাগে অনলাইন পাবলিক ভোটিং পর্যায়ের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

অবশেষে, প্রার্থীদের নাম ঘোষণার এক মাস পর ভোট প্রক্রিয়া শেষে, জাহরা কিয়ানি এবং আমির হোসাম মোহাম্মদী নামে দুই ইরানি ক্রীড়াবিদকে বর্ষসেরা উশু ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত করা হয়।