২০২৪ সাল পর্যন্ত টানা ইতিবাচক প্রবৃদ্ধিতে থাকবে ইরানের অর্থনীতি
পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০২১

ইরানের দেশীয় বাজার গতি ফিরে পাচ্ছে এবং করোনাভাইরাস মহামারির নেতিবাচক প্রভাবও কমতে শুরু করেছে। ফলে ধারণা করা হচ্ছে, চলতি অর্থবছরে (মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২) দেশটির অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে ২ দশমিক ১ শতাংশ। বিশ্বব্যাংকের ২০২১ সালের বসন্তকালীন ম্যাক্রো পোভার্টি আউটলুক (এসপিও) প্রতিবেদনে এই ভবিষ্যদ্বাণী করা হয়।
ওই প্রতিবেদন মতে, আগামী দুই অর্থ বছরে (২০২২ থেকে ২০২৪) ইরানের মোট দেশীয় উৎপাদন (জিডিপি) অব্যাহতভাবে ইতিবাচক প্রবৃদ্ধির ধারায় থাকবে। এই দুই বছরে প্রবৃদ্ধি হবে যথাক্রমে ২ দশমিক ২ ও ২ দশমিক ৩ শতাংশ।
প্রতিবেদনে আারও বলা হয়, আগামী তিন অর্থবছরে ইরানে মুদ্রাস্ফীতি কমবে। বিশ্বব্যাংক বলছে, চলতি ফারসি বছরে (মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২) মুদ্রাস্ফীতির হার কমে ২৯ দশমিক ৩ শতাংশ দাঁড়াবে। পরের দুই বছরে মুদ্রাস্ফীতি কমবে যথাক্রমে ২১ দশমিক ৭ শতাংশ ও ১৮ দশমিক ৬ শতাংশ।
ইরানের অর্থনীতিতে এমন এক সময় ইতিবাচক প্রবৃদ্ধির ধারায় থাকছে যখন করোনাভাইরাস মহামারির নেতিবাচক প্রভাবের কারণে বিশ্বের অধিকাংশ দেশ আর্থিক প্রবৃদ্ধি হ্রাসের সম্মুখীন হচ্ছে।
গেল জানুয়ারিতে বিশ্বব্যাংক ধারণা করেছিল, ২০২১ সালে ইরানে জিডিপি প্রবৃদ্ধি হবে দেড় শতাংশ। সূত্র: তেহরান টাইমস।