শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

২০২১ সালে ওমান সাগরের জাস্ক বন্দর থেকে তেল রপ্তানি শুরু করবে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ৩১, ২০১৯ 

news-image

ইরানের হোরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলে ওমান সাগরে জাস্ক বন্দর উন্নয়নে আগামী ৩ বছরে ব্যয় হবে ২শ’ কোটি ডলার। এ বন্দর থেকে ইরান ২০২১ সালে তেল রপ্তানি শুরু করবে। এতে হরমুজ প্রণালী এড়িয়ে ইরানের তেল রপ্তানি যে শুধু নির্বিঘ্নে সম্ভব হবে তাই নয়, জাস্ক বন্দর ব্যবহার হলে জাহাজ জট এড়ানো সম্ভব হবে। কারণ, ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি হয় পারস্য উপসাগরীয় এলাকা দিয়ে। এছাড়া হরমুজ প্রণালীর সবচেয়ে সংক্ষিপ্ত চওড়া এলাকা ২১ মাইল বিস্তৃত। এরফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ওই প্রণালী দিয়েই তেল রপ্তানি করতে হয় বলে বিকল্প উৎস দিয়ে তেল রপ্তানির জন্যে ইরান জাস্ক বন্দর উন্নয়ন করছে।

ইরানের তেলমন্ত্রী বিজান নামদর জানগানেহ বলেছেন, তার দেশের ন্যাশানাল ইরানিয়ান ওয়েল কোম্পানি জাস্ক বন্দর উন্নয়নের কাজ করছে। এ বন্দরে ৩ কোটি ব্যারেল তেল মজুদের ব্যবস্থা রেখে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব হবে। ফিনানশিয়াল ট্রিবিউন

এছাড়া জাস্ক বন্দর কৌশলগত কারণেও বেশ গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগরের কোনো টার্মিনালে যাওয়া ছাড়াই জাস্ক বন্দর থেকে সরাসরি তেল মজুদ করে তা দ্রুত রপ্তানি করা সম্ভব হবে।