শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

১৫ বছর পর জর্দানের রাজার সঙ্গে প্রেসিডেন্ট রুহানির সাক্ষাৎ

পোস্ট হয়েছে: মে ২১, ২০১৮ 

news-image

তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র জরুরি শীর্ষ সম্মেলনের অবকাশে ইরান ও জর্দানের রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার ইস্তাম্বুল শহরে জর্দানের রাজা আব্দুল্লাহ দ্বিতীয় এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ বছরের মধ্যে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো। ২০০৩ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও জর্দানের রাজা আব্দুল্লাহ দ্বিতীয়’র মধ্যে বৈঠক হয়েছিল।

সম্প্রতি ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমা দেশের সমর্থনপুষ্ট রাজা আব্দুল্লাহ দ্বিতীয়ের সঙ্গে আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পরিপ্রেক্ষিতে মুসলমানদের পবিত্র আকসা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত জর্দান সম্প্রতি এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আমেরিকার দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরের সিদ্ধান্তে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে অবস্থিত আল আকসা মসজিদ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা জর্দান তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এছাড়া, জর্দান কথিত মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যতম সদস্য যারা ইরাক ও সিরিয়ায় উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত রয়েছে। এ জোট বহু বেসামরিক ব্যক্তিকে হত্যা করা ছাড়া দায়েশের বিরুদ্ধে কোনো ধরনের সফলতা দেখাতে পারে নি। – পার্সটুডে ।