শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

১৪টি আন্তর্জাতিক উৎসবের পর্দায় ইরানের ‘সেটলার’

পোস্ট হয়েছে: মে ৩০, ২০২২ 

news-image

ইরানি চলচ্চিত্র নির্মাতা জাহরা মির্জাই রচিত ও পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘সেটলার’  ১৪টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল বিভাগে দেখানো হয়েছে। সেরা শর্ট ফিল্মের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সিনেমাটি মনোনয়ন লাভ করে।জাহরা মির্জাইয়ের স্বল্পদৈর্ঘ্যটি তুরস্কের ইন্টারন্যাশনাল হ্যালিকারনাসাস ফিল্ম ফেস্টিভাল, কানাডার ডিজিটাল গ্রিফিক্স ফিল্ম ফেস্টিভাল, কেলারা শর্ট ফিল্ম ফেস্টিভাল ইন্ডিয়া, যুক্তরাজ্যের লিফট-অফ গ্লোবাল সেশন, ব্রাজিলের ব্রাজিল নিউ ভিশন ফিল্ম ফেস্টিভাল, কানাডায় অল্টারনেটিভ ফিল্ম ফেস্টিভাল, ভেনিজুয়েলায় পাঁচ মহাদেশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ওয়েস্টার্ন ফিল্ম ফেস্টিভাল কোলম্যান, আমেরিকার হিলটপ ফিল্ম ফেস্টিভাল অব ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন, যুক্তরাজ্যের লিফট-অফ ফিল্মমেকার স্টুডিও সেশন, রুশ ফেডারেশনের জিআইএফএ মস্কো, ইতালির অ্যামিকোর্টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের পুনে শর্ট ফিল্ম ফেস্টিভাল এবং লস অ্যাঞ্জেলেসে সিলন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল বিভাগে দেখানো হয়।ইংরেজি ও স্প্যানিশ ভাষার সিনেমাটির চিত্রায়ন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯ মিনিটের শর্ট ফিল্মটি অভিবাসন, সামাজিক প্রতিবন্ধকতা, কঠোর পরিশ্রম, বিশ্বাস এবং আশার মতো বিষয়গুলো নিয়ে তৈরি করা হয়েছে৷ সূত্র: মেহর নিউজ।