শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

হিউম্যানিটাস পুরস্কারে মনোনীত ফারহাদির ‘অ্যা হিরো’

পোস্ট হয়েছে: জুন ২৯, ২০২২ 

news-image

দুইবারের অস্কার বিজয়ী আসগর ফারহাদি পরিচালিত ‘এ হিরো’ ২০২২ হিউম্যানিটাস পুরস্কারে মনোনয়ন পেয়েছে।চলচ্চিত্রটি উৎসবের ড্রামা ফিচার চলচ্চিত্র বিভাগে সিয়ান হেডারের লেখা বধির ফ্যামিলি ড্রামা ‘কোডা’, এডসন ওডা রচিত ‘নাইন ডেজ’ এবং ম্যাট হ্যারিসের লেখা ‘দ্য স্টারলিংৎ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।চলচ্চিত্র এবং টেলিভিশন লেখকদের সম্মানে হিউম্যানিটাস পুরস্কার প্রদান করা হয়। বার্ষিক এই চলচ্চিত্র উৎসবের নয়টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।করোনা ভাইরাস মহামারির কারণে দুই বছরের বিরতির পর এবার ৯ সেপ্টেম্বর সরাসরি অনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। ফারহাদির অ্যা হিরো’ তে রহিম নামে এক ব্যক্তির কাহিনি তুলে ধরা হয়েছে। ঋণ পরিশোধ করতে অপারগ হওয়ায় তাকে কারাবন্দি হতে হয়। ইরানি ছবিটিতে অভিনয় করেছেন আমির জাদিদি, মোহসেন তানাবান্দেহ, ফেরেশতে সাদর ওরাফাই ও সারিনা ফারহাদি প্রমুখ। সূত্র: তেহরান টাইমস।