বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

হামেদানের ঐতিহাসিক ম্যানসন পুনরুদ্ধার

পোস্ট হয়েছে: অক্টোবর ১৫, ২০২০ 

news-image

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের ঐতিহাসিক জননি ম্যানসন পুনরুদ্ধারের কাজ চলছে। প্রাচীন গৌরবে ফেরাতে ভবনটিতে কিছু সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তেহরান টাইমসের খবরে বলা হয়, ম্যানসনটি পুরোপুরি পুনরুদ্ধারের পর এটাকে একটি ঐতিহ্যবাহী হোটেলে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

ভবনটি কাজার যুগের (১৭৮৯ থেকে ১৯২৫ সাল) শেষ দিকে এবং পাহলভি আমলের (১৯২৫-১৯৭৯) প্রথম দিকে নির্মিত হয়। ঐতিহাসিক স্থাপনাটি পুনরুদ্ধারে কয়েক বছর ধরেই গুরুত্বের সাথে আলোচনা চলে আসছিল। কিন্তু বেসরকারি ভাবে এটি ক্রয় করায় ইরানের পর্যটন মন্ত্রণালয় এতদিন কোনো কিছু করতে সক্ষম হয় নি। বুধবার ভবনটির মালিক আলি জাভাহেরি একথা বলেন। সূত্র: তেহরান টাইমস।