হস্তশিল্প কেন্দ্রের সংখ্যায় বিশ্বে শীর্ষে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/02/3370329-1.jpg)
কারুশিল্প শহর ও গ্রামের সংখ্যার দিক দিয়ে বৈশ্বিকভাবে প্রথম অবস্থান অধিকার করেছে ইরান। দেশটির সর্বোচ্চ সংখ্যক শহর ও গ্রাম ওয়ার্ল্ড ক্র্যাফ্টস কাউন্সিলের (ডাব্লিউসিসি) কারুশিল্প কেন্দ্রের স্বীকৃতি লাভ করেছে। সোমবার ইরানের উপপর্যটন মন্ত্রী পুয়া মাহমুদিয়ান এই তথ্য জানান।
তিনি বলেন, এই তালিকায় সাতটি স্থান নিয়ে চীন দ্বিতীয়, চারটি স্থান নিয়ে চিলি তৃতীয় ও তিনটি স্থান নিয়ে ভারত রয়েছে চতুর্থ অবস্থানে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই খবর দিয়েছে।
গত জানুয়ারিতে ডাব্লিউসিসি-এশিয়া প্যাসিফিক রিজিয়নের কারুশিল্প শহরের মর্যাদা লাভ করে শিরাজ, মালাইয়ার ও জানজান এবং কারুশিল্প গ্রামের মর্যাদা লাভ করে কাশেমাবাদ। নতুন এসব শহর ও গ্রামের স্বীকৃতি লাভের মধ্য দিয়ে ইরানের কারুশিল্প কেন্দ্রের সংখ্যা দশ থেকে বেড়ে দাঁড়ায় ১৪টিতে।
২ হাজার বছর ধরে পারস্য সংস্কৃতির অন্তরস্থল শিরাজকে বিশ্বের হস্তশিল্প শহর হিসেবে অভিহিত করা হয়। দক্ষিণাঞ্চলীয় শহরটি মধ্যযুগীয় ইসলামি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ছিল এবং এটি জান্দ রাজবংশের (১৭৫১ থেকে ১৭৯৪) সময় ইরানের রাজধানী ছিল। সূত্র: তেহরান টাইমস।