শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

হযরত আলী (আ.)-এর বাণী- নাহজুল বালাগা থেকে

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৬, ২০১৩ 

news-image

হযরত আলী (আ.) দুনিয়ার অসারতা বর্ণনা করে বলেন : ‘আল্লাহর কসম। আমার চোখে তোমাদের এ দুনিয়া কুষ্ঠ রুগীর হাতে ধারণকৃত শুকরের মাংসপিণ্ড অপেক্ষা নিকৃষ্ট বস্তু।’- নাহজুল বালাগা, উক্তি নং ২২৮

হযরত আলী (আ.) বলেছেন : ‘এক শ্রেণির লোক কিছু পাওয়ার আশায় আল্লাহর ইবাদাত করে, তারা হলো ব্যবসায়ী। এক শ্রেণির লোক ভয়ে আল্লাহর ইবাদত করে, এটা হলো কৃতদাসের উপাসনা। এক শ্রেণির লোক কৃতজ্ঞতাস্বরূপ আল্লাহর ইবাদত করে, এটা হলো স্বাধীন সম্ভ্রমশীলদের ইবাদত।’- নাহজুল বালাগা, উক্তি  নং ২২৯

হযরত আলী (আ.) বলেছেন : ‘যে ব্যক্তি অনীহা দেখায়, সে বঞ্চিত হয়। যে নিন্দুকের কথা শোনে, সে একনিষ্ঠ বন্ধু হারায়।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৩১

হযরত আলী (আ.) বলেছেন : ‘লুণ্ঠন করে আনা একটি পাথর ঘরে স্থাপন করার অর্থ হচ্ছে ঐ ঘরটিকে ধ্বংসের হাতে বন্ধক রাখা।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৩২

হযরত আলী (আ.) বলেছেন : ‘নিপীড়নকারীর বিরুদ্ধে নিপীড়িতের বিজয়ের দিনটি নিপীড়িতের ওপর নিপীড়নকারীর দিবস অপেক্ষা কঠিন হয়।’- নাহজুল বালাগা, উক্তি  নং ২৩৩

হযরত আলী (আ.) বলেছেন : ‘যৎকিঞ্চিৎ হলেও আল্লাহকে ভয় কর। আল্লাহ তাআলা এবং তোমার মাঝখানে ক্ষীণ হলেও আবরণ করে রাখ।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৩৪

হযরত আলী (আ.) বলেছেন : ‘প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহ তাআলার হক বা প্রাপ্য রয়েছে। যে ব্যক্তি সে হক আদায় করবে, আল্লাহ তার জন্য সেই নিয়ামত বাড়িয়ে দেবেন। আর যে তা আদায়ে ব্যর্থ হবে, সে ঐ নিয়ামত অবলুপ্ত হওয়ার সংকটে পড়বে।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৩৬

হযরত আলী (আ.) বলেছেন : ‘সংগতি বৃদ্ধি পেলে চাহিদা কমে যায়।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৩৭

হযযত আলী (আ.) বলেছেন : ‘নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক হও। কারণ, হারানো বস্তু সবই ফিরে পাওয়া যায় না।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৩৮

হযরত আলী (আ.) বলেছেন : ‘ভদ্রতা আত্মীয়তা অপেক্ষা অধিক আকর্ষণীয়।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৩৯

(নিউজলেটার, জুন ১৯৯১)