শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

হজে আমন্ত্রণের বিষয়ে কোনো চিঠি দেয়নি সৌদি আরব: ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০১৭ 

news-image

ইরানের জাতীয় হজ ও জিয়ারত সংস্থার প্রধান হামিদ মোহাম্মাদি বলেছেন, আসন্ন হজে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সৌদি আরব কোনো চিঠি পাঠায়নি। হজ পালনের বিষয়ে আলোচনার জন্য ইরানকে বৈঠকে বসার আমন্ত্রণ জানানো হয়েছে বলে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ সালেহ বেনতিন সম্প্রতি দাবি করার পর তিনি এ কথা বললেন।

সৌদি মন্ত্রীর দাবি প্রত্যাখ্যান করে ইরানের হজ সংস্থার প্রধান আরও বলেছেন, “আবারও যাতে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয় সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। সৌদি সরকার যদি ইরানি হাজিদের সম্মান-মর্যাদা ও নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে আমরা আসন্ন হজে অংশ নেব।”

ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক না থাকায় বর্তমানে দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক যোগাযোগ নেই বলে তিনি জানান।

২০১৫ সালে হজের সময় মিনায় সৃষ্ট কৃত্রিম ভিড়ের ফলে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার হাজির নিহত হন। এর মধ্যে শুধু ইরানের হাজি ছিলেন ৪৬৫ জন। ওই ঘটনার পর তেহরান ও রিয়াদের মধ্যে মারাত্মক টানাপড়েন দেখা দিলে রিয়াদের পক্ষ থেকে ২০১৬ সালের হজের আগে ইরানি নাগরিকদের জন্য নানারকম বাধা সৃষ্টি করা হয়। এ কারণে গত হজের সময় ইরান থেকে কোনো নাগরিককে হজে পাঠানো সম্ভব হয় নি।

সূত্র: পার্সটুডে