হংকংয়ে সেরা এশীয় চলচ্চিত্র পুরস্কার পেল ‘উইকএন্ড’
পোস্ট হয়েছে: এপ্রিল ৫, ২০২১
ইরানের চলচ্চিত্র পরিচালক আরিও মোতেভাকির শর্ট ফিল্ম ‘উইকএন্ড’ এশিয়ান নিউ ফোর্স ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র হিসেবে ২৬তম আইএফভিএ অ্যাওয়ার্ড পেয়েছে। হংকং আর্টস সেন্টার এ উৎসবের আয়োজন করে। চলচ্চিত্রে মনিরি ও কেহরাদমান্দের পরিবার একটি পার্কে পিকনিক করতে যায়। খাবারের পর বেশকিছু ঘটনাকে কেন্দ্র করে এ চলচ্চিত্রের পটভূমি তৈরি হয়েছে। উৎসবে জুরিবোর্ডের সদস্য ছিলেন কুয়ো মিং-জাং, ফেলিক্স সাং, চেচিলা অং, ট্যামি চিউং ও ব্রিলান্টি মেন্দোজা। উৎসবে চীনা পরিচালক বো হ্যানক্সিয়ংয়ের চলচ্চিত্র ‘ড্রিফটিং’ সিলভার এ্যাওয়ার্ড পায়। চীনে এক সন্তান নীতির পরও দ্বিতীয় সন্তান ইয়ানের জন্ম নিয়ে এ চলচ্চিত্রের পটভূমি। চীনা সরকারের শাস্তি এড়ানোর জন্যে ইয়ানকে দূরে এক গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। উৎসবে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রকার সাং-বিন বিউনের ‘গডস ডটার ড্যান্সেস’ চলচ্চিত্রটি বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছে। তৃতীয় লিঙ্গের মানুষ শিন-মি’র নাচ শেখা নিয়ে এ চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে। ইরানের চলচ্চিত্র ‘দি ভিজিট’, ‘মিনা’র পৃথিবী’ ও ‘কফিন মেকার’ উৎসবের চূড়ান্ত পর্বে ওঠে। এ তিনটি চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন যথাক্রমে আজাদেহ মুসাভি, শাহু জান্দি ও হামিদরেজা সাইয়েদ-দারিয়াবখশ। এর আগে ২৫তম আইএফভিএ এ্যাওয়ার্ড পেয়েছিল ইরানি চলচ্চিত্র ‘দি সিটি অব হানি’। এর পরিচালক হচ্ছেন মোইন রুহোলামিনি। আইএফভিএ অ্যাওয়ার্ড প্রচলন করেছে হংকং ইন্ডেপেনডেন্ট শর্ট ফিল্ম ফোরাম। এশিয়ার চলচ্চিত্র তৈরির সূতিকাগার হিসেবে ধরা হয় এ আয়োজনকে। তেহরান টাইমস