হংকং উৎসবে ইরানের ‘কেয়ারলেস ক্রাইম’
পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০২১

৪৫তম হংকং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (এইচকেআইএফএফ৪৫) দেখানো হবে ইরানি ছবি ‘কেয়ারলেস ক্রাইম’। নির্মাতা শাহরাম মোকরি চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। ১ থেকে ১২ এপ্রিল আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।
‘কেয়ারলেস ক্রাইম’ এর চিত্রনাট্য লিখেছেন নাসিম আহমাদপুর ও শাহরাম মোকরি। সিনেমাটি সম্প্রতি ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) সেরা চিত্রনাট্য অ্যাওয়ার্ড জিতে। উৎসবের প্রতিদ্বন্দ্বিতা বিভাগ থেকে এই পুরস্কার লাভ করে নির্মাতা মোকরি।
এরআগে ‘কেয়ারলেস’ ক্রাইম ৭৭তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস উইকে (এসআইসি) বেস্ট অরিজিনাল চিত্রনাট্য পুরস্কার জিতে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।