সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্লোভাক উৎসবে লড়বে ইরানের ‘ক্র্যাব’

পোস্ট হয়েছে: জুলাই ৭, ২০২১ 

news-image

‘ফেস্ট আনচা’ আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসবে অংশ নেবে ইরানি অ্যানিমেশন ‘ক্র্যাব’। নির্মাতা শিভা সাদেক আসাদির ছবিটি উৎসবের এবারের ১৪তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে।

১১মিনিটের অ্যানিমেশন ‘ক্র্যাব’ এ লাজুক ও বিচ্ছিন্ন একটি বালকের গল্প তুলে ধরা হয়েছে। বালকটি স্কুল থিয়েটার গ্রুপে যোগ দিতে চায়। কিন্তু তাকে কেবল কাঁকড়ার ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেয়া হয়।

১৪তম আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসব ‘ফেস্ট আনকা’ ১ থেকে ৪ জুলাই অনুষ্ঠিত হয়। ফেস্ট আনকা আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসব একমাত্র স্লোভাক মাল্টিমিডিয়া উৎসব যেখানে অ্যানিমেশন ছবির ওপর নজর দেয়া হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।