বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্পেনের উৎসবে লড়বে সাত ইরানি ছবি

পোস্ট হয়েছে: জুন ১৮, ২০২৩ 

news-image

স্পেনের বাজো লা লুনা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল – ইসলান্টিলা সিনেফোরামের ১৬তম পর্বে সাতটি ইরানি শর্ট ফিল্ম দেখানো হবে। আন্তর্জাতিক উৎসবটি ১ জুলাই থেকে ২৬ আগস্ট ইসলান্টিলায় অনুষ্ঠিত হবে। ইরানি যেসব চলচ্চিত্র দেখানো হবে তার শুরুতেই রয়েছে হাদি শিবামির ‘কাতভোমান’।

পুরস্কার বিজয়ী নাটকটিতে দেখা যাবে, একজন বাবা রাতের খাবারের জন্য ফিরে আসার আগে মা এবং ছেলে ব্যাটম্যান ও ক্যাটওম্যানের পোশাক পরে খেলছেন। নাটকের মাধ্যমে শিশু তার বাবা-মা সম্পর্কে একটি কঠিন সত্য আবিষ্কার করে।

ছবিটি ফেস্টিভাল ইন্টারন্যাশনাল ডু ফিল্ম অ্যামেচার ডি কেলিবিয়া – তিউনিসিয়ার ফিফাক-এ সেরা কথাসাহিত্যের পুরস্কার জিতেছে এবং দশম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফ্রান্সের সিনেমা ফর হিউম্যান রাইটস ফেস্টিভালে সেরা শর্ট ফিকশনের জন্য দর্শক পুরস্কার জিতেছে।

উৎসবে আরও দেখানো হবে আলি খেরি ও কুর্দমান পুয়েশ সহ-পরিচালিত ‘অ্যাডাম, দ্য ব্যালাদ অফ এন্ডলেস সাফারিং’। এছাড়া পার্সা দেহকানিয়ান পরিচালিত ‘গ্লোবাল স্নো’ও প্রদর্শিত হবে। সূত্র: তেহরান টাইমস।