স্পেনে আসগার ফারহাদির ‘এভরিবডি নোওস’এর সুটিং শুরু
পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০১৭
দুইবার অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা ইরানের আসগার ফারহাদি সোমবার মাদ্রিদে তার নতুন চলচ্চিত্র ‘এভরিবডি নোওজ’ চলচ্চিত্রটির সুটিং শুরু করেছেন। আর্জেন্টিনার অভিনেতা রিকার্ডো ড্যারিন ও অস্কার বিজয়ী দম্পতি জ্যাভিয়ার বারডেম ও পেনিলোপ ক্রুজ এ চলচ্চিত্রে অভিনয় করছেন। ফারহাদি তার টেলিগ্রাম চ্যানেলে নতুন এ চলচ্চিত্রের ঘোষণা দেন।
এছাড়া স্পেনের এডওয়ার্ড ফার্নান্দেজ সেরানো, বারবারা লেনি, এলভিরা মিনগুয়েজ, ইনমা কুয়েস্তা, রজার কাসামাজরও র্যামন ব্যারেরার মত বিখ্যাত তারকারা ‘এভরিবডি নোওজ’ চলচ্চিত্রে অভিনয় করছেন। এ চলচ্চিত্রটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ মিলিয়ন ডলার। এ চলচ্চিত্রটির যৌথ উদ্যোক্তা হচ্ছে ফ্রান্স, স্পেন ও ইতালির কো-প্রডাকশন হাউজ মেমেন্টো ফিল্মস, মোরেনা ফিল্মস ও লাকি রেড।
একটি পারিবারিক নাটক ও মানসিক থ্রিলারের উপজীব্য হিসেবে ক্যারোলিনার কাহিনী নির্ভর এ চলচ্চিত্রে তিনি আর্জেন্টিনায় বাস করলেও স্পেনে তার পরিবারের সঙ্গে দেখা করতে যান। আর সেখানেই তাকে পড়তে হয় নানা দুর্ঘটনার মুখে। এ চলচ্চিত্রটির কাহিনী ৪ বছর আগে চূড়ান্ত হয় যখন ‘দি সেলসম্যান’ চলচ্চিত্রটির জন্যে আসগার ফারহাদি অস্কার জয় করেন। আসগার ফারহাদির এ চিত্রনাট্যটি স্পেনিশ ভাষায় অনুবাদ করা হয়। আসগার ফারহাদির এটি দ্বিতীয় চলচ্চিত্র যা ইরানের বাইরে চলচ্চিত্রায়ন হচ্ছে। এর আগে ২০১২ সালে ‘দি পাস্ট’ চলচ্চিত্রটি তিনি প্যারিসে সুটিং করেন। – ফিনান্সিয়াল ট্রিবিউন, তেহরান টাইমস।