মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

স্পেনিশ চলচ্চিত্র উৎসবে ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘পাসপোর্ট’

পোস্ট হয়েছে: জুন ১৬, ২০২১ 

news-image

স্পেনে ইসলানতিল্লা সিনেফোরাম চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘পাসপোর্ট’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কুশা আফরাসিয়াবি।

কুশা আফরাসিয়াবি ও নাভিদ সিয়াহতিরির লেখা ছবিটি ইরানি এক যুবককে নিয়ে তৈরি করা হয়েছে। ছবিটিতে তাকে  একটি ট্রাক নিয়ে এমন  কাউকে খুঁজতে দেখা যায় যে তাকে তার আত্মহত্যার পর একটি চেরি গাছের নিচে গোপনে কবর দেবে।

‘পাসপোর্ট’ এ অভিনয় করেছেন সিয়াভাশ চেরাগি পুর, হোমাউন এরশাদি ও খাতেরেহ হাতামি। ইসলানতিল্লা সিনেফোরাম উৎসব শুরু হবে ৩ জুলাই। সূত্র: মেহর নিউজ এজেন্সি।