শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্পেন সোরিয়া উৎসবে শর্ট ফিল্ম ‘ডাবুর’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৭, ২০২২ 

news-image

স্পেনের সোরিয়া শর্ট ফিল্ম উৎসবের ১৮তম আসরে ইরানি নাটক ‘ডাবুর’ সেরা জুরি হিসেবে নির্বাচিত হয়েছে।সাইদ নেজাতি রচিত এবং পরিচালিত প্রশংসিত চলচ্চিত্রটি মরিয়ম চরিত্রের এক নারীকে নিয়ে তৈরি করা হয়েছে। সে একটি ছোট্ট মেয়ে। তার বাবা-মার মাঝে বিরোধ দেখা দেয়। ফলে তার মা দূরে থাকে। এমন সময় তার পিরিয়ড শুরু হয়।‘ডাবুর’ এর আগে ২০২০ ফজর ফিল্ম ফেস্টিভাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে।চলচ্চিত্রটি সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি হিসেবে ক্রিস্টাল সিমোর্গ জিতেছে।সোরিয়ায় গত সপ্তাহে সোরিয়া শর্ট ফিল্ম উৎসবের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সূত্র: তেহরান টাইমস।