সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সৌদিতে পরিবর্তনের হাওয়ায় নারী নেত্রী ও সিনেমা হল

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৫, ২০১৫ 

news-image

কঠোর রক্ষণশীল রাষ্ট্র সৌদি আরবে প্রথমবারের মতো কোনো সিনেমা হল নির্মিত হতে যাচ্ছে। দেশটির সিনেমা কমিটি রোববার এ ঘোষণা দিয়ে বলেছে সিনেমা যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত কিংবা সৌদি সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক না হয়। এদিকে, সৌদি আরবের ভোটাররা পৌরসভার নির্বাচনে এপর্যন্ত ১৯ জন নারীকে নির্বাচিত করেছে।

cinema-hallসৌদি আরবের সিনেমা কমিটি রাজধানী রিয়াদে দেশের প্রথম সিনেমা হলটি নির্মাণের ব্যাপারে প্রাথমিকভাবে সমঝোতামূলক একটি চুক্তিতে সই করেছে। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমা হলটিতে প্রদর্শিত ছবির বিষয়বস্তু হতে হবে ইসলামী সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক নয় এবং ঐতিহ্যবাহী ও সৌদি আরবের মূল্যবোধের অনুগামী হবে।

ধর্মীয় কারণে সৌদি আরবে কোনো সিনেমা হল নেই। কিন্তু দেশটির যুব সম্প্রদায়ের অনেকেই সিনেমা হলের মতো সুবিধার দাবিতে প্রচারণা চালিয়ে আসছেন। সৌদি আরবে প্রথমবারের মতো কোনো নির্বাচনে ভোট দিয়েছেন নারীরা। এমন কি স্থানীয় এই পৌর নির্বাচনে নারীরা প্রার্থীও হয়েছেন। রোববার ঘোষিত এই নির্বাচনী ফলাফলে ১৯ জন নারী নির্বাচিতও হয়েছেন। ঠিক এমন পরিস্থিতিতেই দেশটিতে প্রথম সিনেমা হল নির্মাণের ঘোষণা এল।

সূত্র: বিবিসি, আরব নিউজ, আল আরাবিয়া