সোলাইমানির পরিবারকে পাহলেভানি আর্মব্যান্ড প্রদান
পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০২০

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানির পরিবারকে ‘পাহলেভানি আর্মব্যান্ড’ প্রদান করা হয়েছে। ফারসি ভাষায় যাকে বাজুব্যান্ড বলা হয়।
রোববার দেশটির ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রণালয়ের সদর দফতরে এক অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী মাসউদ সোলতানিফার জেনারেল কাসেম সোলাইমানির পরিবারকে এই আর্মব্যান্ডটি প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজিসির সারাল্লাহ সদর দফতরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কোসারি এবং ইরানের জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) প্রধান রেজা সালেহি আমিরি।
গত শুক্রবার সকালে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলায় শহীদ হয়েছেন আইআরজিসি কুদ্স ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ইরাক ও সিরিয়ায় আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধা ছিলেন। তার মৃত্যুতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী তিন দিনের গণশোক ঘোষণা করেন।