রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সোলাইমানিকে নিয়ে সাঈদ বারীর বই ‘মহাবীর শহীদ সোলাইমানি’

পোস্ট হয়েছে: মে ২৬, ২০২০ 

news-image

মার্কিন বিমান হামলায় শহীদ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুর্দস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। সম্প্রতি বইটি প্রকাশ করেছেন বাংলাদেশি প্রকাশক সাঈদ বারী।

জেনারেল কাশেম সোলাইমানির জীবন ও কর্ম, বক্তৃতামালা, অসিয়তনামা এবং তাঁর জীবনের সর্বশেষ সাক্ষাৎকারসহ নানা বিষয় নিয়ে স্মারক সংকলনটি প্রকাশিত হয়েছে। ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টারের সহযোগিতায় ‘মহাবীর শহীদ সোলাইমানি’ নামের বইটি প্রকাশ করেছে ঢাকার সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘সূচীপত্র’।

বইটির একটি অধ্যায়ে সোলাইমানির অসাধারণ প্রতিভাকে তুলে ধরা হয়েছে। বইটিতে সোলাইমানির মেয়ে জেইনবের বক্তব্য এবং তেহরানে সোলাইমানির জানাজার অনুষ্ঠানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতার দেয়া বক্তৃতা সন্নিবেশিত হয়েছে।

এছাড়া এতে সোলাইমানি সম্পর্কে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের করা একগুচ্ছ মন্তব্য উল্লেখ করা হয়েছে।

অপর একটি অধ্যায়ে সোলাইমানিকে নিয়ে উৎসর্গ করা বাংলাদেশি কবিদের কবিতাসমূহ উল্লেখ করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।