শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সেরিব্রাল পলসি রোগীদের জন্য স্টেম সেল থেরাপি চালু ইরানের

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২৩ 

news-image

সেরিব্রাল পলসি (সিপি) রোগীদের নড়াচড়া এবং ভঙ্গির সমস্যা নিরাময়ে সহায়ক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছে ইরানের রায়ান রিসার্চ ইনস্টিটিউট।

শনিবার প্রকাশিত একটি সাক্ষাতকারে ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক আবদোল হোসেন শাহভার্দি আজাদ নিউজ এজেন্সিকে (এএনএ) এই তথ্য জানান।

তিনি জানান, তার প্রতিষ্ঠানের সহকর্মীরা এমন একটি পদ্ধতিতে কাজ করছেন যা সিপি রোগীদের চিকিৎসার জন্য মেসেনকাইমাল স্ট্রোমাল সেল (এমএসসি) ব্যবহার করে।

তিনি আরও বলেন, দেশীয় এই চিকিৎসা পদ্ধতিটি ক্লিনিকাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে।

অন্যত্র তিনি বলেছেন, অন্তত ১০টি ইরানি জ্ঞান-ভিত্তিক কোম্পানি বর্তমানে রায়ান রিসার্চ ইনস্টিটিউটের সাথে সহযোগিতা করছে। সূত্র: মেহর নিউজ