শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সেপ্টেম্বরে ইরানের বৈদেশিক বাণিজ্য বেড়ে দ্বিগুণ

পোস্ট হয়েছে: অক্টোবর ১২, ২০২১ 

news-image

ইরানি মাস শাহরিভারে (২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর) ইরানের বৈদেশিক বাণিজ্য হয়েছে দ্বিগুণ। আগের বছরের একই সময়ের তুলনায় এই বাণিজ্য বেড়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি শনিবার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ইরান ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার টন তেল বহির্ভূত পণ্যের বাণিজ্য হয়েছে। ওজন ও মূল্যের দিক দিয়ে যা যথাক্রমে ১৩৫ ও ৯৮ শতাংশ বেশি।

তিনি আরও জানান, ইরানি মাস শাহরিভারে ওজন ও মূল্যের দিক দিয়ে ইরানের পণ্য রপ্তানি বেড়েছে যথাক্রমে ১০৩ ও ২৫ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।