রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সুইডিশ সামা চলচ্চিত্র উৎসবে ইরানি ছবির সাফল্য

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৫, ২০২১ 

news-image

সুইডেনের ১২তম আন্তর্জাতিক সামা চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে ইরানি ছবি ‘টু ডাই ইন দ্যা পিউর ওয়াটার’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তেহরানভিত্তিক আফগান দুই ভাই নাভিদ ও জমশিদ মাহমুদি।একজন তরুণ আফগান পুরুষকে নিয়ে ‘টু ডাই ইন দ্যা পিউর ওয়াটার’ ছবিটি বানানো হয়েছে। ইউরোপীয় ভিসা পাওয়ার জন্য খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হওয়া কিংবা নানা সমস্যা নিয়ে মুসলিম হিসেবে জীবনযাপন চালিয়ে যাওয়ার কোনো একটা বেছে নেওয়া নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে।  সামা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সুইডেনের স্টকহোমে ২৫ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়।এছাড়াও এই আন্তর্জাতিক উৎসবে নারগেস আবিয়ার পরিচালিত ‘হোয়েন দ্য মুন ওয়াজ ফুল’ প্রদর্শিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।