সিস্তান-বালুচিস্তান থেকে আফগানে রপ্তানি বেড়েছে ১৩২ শতাংশ
পোস্ট হয়েছে: অক্টোবর ২৬, ২০২০
চলতি ইরানি বছরের প্রথম ছয়মাসে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশ থেকে আফগানিস্তানে রপ্তানি বেড়েছে ১৩২ শতাংশ। সিস্তান ও বালুচিস্তানের শিল্প, খনি ও বাণিজ্য সংস্থার উপ্রপ্রধান মোহাম্মাদ রাফি সোলতানজাদেহ বুধবার মেহর নিউজ এজেন্সিকে এই তথ্য জানান।
তিনি বলেন, ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশটি থেকে এবছরের প্রথম ছয় মাসে (২১ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর) ৫০৭ দদশিক ২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি বেড়েছে ১৩২ শতাংশ।
রাফি জানান, উল্লিখিত সময়ে প্রতিবেশী আফগানিস্তানে সিস্তান-বালুচিস্তানের কাস্টম হয়ে পণ্য রপ্তানি হয়েছে ২৯১ দশমিক ৩ মিলিয়ন ডলারের। আর প্রদেশের মার্কেট থেকে রপ্তানি হয়েছে ২১৫ দশমিক ৯ মিলিয়ন ডলার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।