বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সিনেমা ভেরাইটের জুরি বোর্ড ঘোষণা

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২০ 

news-image

চতুর্দশ ইরান আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ‘সিনেমা ভেরাইট’ এর জুরি বোর্ড তথা বিচারক প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

উৎসবের জুরি বোর্ডের সদস্যরা হলেন- খসোরো দেহকান, আলী লোকমানি, সেলিম কাফুরি, আলী রাজিয়ে, আয়দা পানাহানদেহ, মুর্তজা পায়েহ শেনাস, এবং হেসাম ইসলামি।

জুরি বোর্ডের সদস্যদের অধিকাংশই ইরানে অনুষ্ঠিত কয়েকটি চলচ্চিত্র উৎসবের বিচারক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তারা কয়েকটি প্রামাণ্য চলচ্চিত্র ও ছবি তৈরি করেছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।