সিনেকিড উৎসবে ইরানের ‘দ্যা কোকুন অ্যান্ড বাটারফ্লাই’
পোস্ট হয়েছে: অক্টোবর ১২, ২০২১
নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিতব্য ৩৫তম সিনেকিড উৎসবে দেখানো হবে ইরানি চলচ্চিত্র ‘দ্যা কোকুন অ্যান্ড বাটারফ্লাই’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা মোহাম্মাদ সালেহিনেজহাদ।
‘দ্যা কোকুন অ্যান্ড বাটারফ্লাই’ নির্মাণ করা হয়েছে পারভানে চরিত্রের আট বছর বয়সী একটি মেয়ে শিশুকে নিয়ে। অক্ষমতার কারণে সে স্কুল থেকে ঝরে পড়ে। নয় বছরের বালক ইয়াভার তাকে পড়ানোর চেষ্টা করে।
ইরানি চলচ্চিত্রটি দক্ষিণ কোরিয়ায় ১৬তম বুসান আন্তর্জাতিক কিডস অ্যান্ড ইয়ুথ ফিল্ম ফেস্টিভালে অংশ নেয়।
নেদারল্যান্ডসের আমস্টারডামসহ অন্যান্য ৪০টি শহর ও নগরে এবারের সিনেকিড উৎসব অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।