শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সিএএফএ নারী চ্যাম্পিয়নশিপে তাজিকিস্তানকে হারাল ইরান

পোস্ট হয়েছে: মার্চ ১৪, ২০২২ 

news-image

সিএএফএ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়নশিপে তাজিকিস্তানকে ১১-০ গোলে হারিয়েছে ইরান ফুটবল দল।  রবিবার এই ম্যাচে ইরানের অধিনায়ক নেগিন জান্দি একাই চার-চারটি গোল করেন।ম্যাচে হ্যাটট্রিক করেন জাহরা মাসুমি। একটি করে গোল করেন সারা দিদার, হস্তি ফোরজান্দেহ, কিমিয়া কাফি ও মোহাদাসে জোলফি।তাজিকিস্তান দল ম্যাচের মাত্র সাত মিনিটে ১০ জনের টিমে নেমে যায় এবং ২৪তম মিনিটে ইরানের ফাতেমেহ পাসান্দিদেহকেও লাল কার্ড দেখানো হয়।শুক্রবার উজবেকিস্তানের বিপক্ষে ১-০ গোলে জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করে ইরান। এতে চারটি মধ্য এশিয়ার দল তাজিকিস্তান, ইরান, উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র অংশ নিয়েছে। সূত্র: তেহরান টাইমস।