বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

পোস্ট হয়েছে: এপ্রিল ১৬, ২০২৪ 

news-image

ইরানি নারী তায়কোয়ান্দো খেলোয়াড়েরা গালেব বেলগ্রেড ট্রফি- সার্বিয়া ওপেন জি-২ ২০২৪-এর ২১তম আসরে দুটি পদক জিতেছে। ইরানের নারী জাতীয় তায়কোয়ান্দো দল সম্প্রতি ছয়জনের টিম নিয়ে ক্রীড়া ইভেন্টটিতে অংশগ্রহণ করে একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জিততে সক্ষম হয়েছে।

-৫৩ কেজি ওজন বিভাগে, নাহিদ কিয়ানি একটি স্বর্ণপদক জিতেছেন;এবং সাইদেহ নাসিরি -৪৯ কেজি ওজন বিভাগে একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন।

দুর্ভাগ্যবশত, ইলহাম হাঘিঘি (-৬২ কেজি), সাগর মোরাদি (-৬২ কেজি), মাসুমেহ রঞ্জবার (-৪৬ কেজি) এবং ইয়ালদা ভ্যালিনেজাদ (-৬৭ কেজি) টুর্নামেন্ট থেকে বাদ পড়েন।

গ্যালেব বেলগ্রেড ট্রফি-সার্বিয়া ওপেন জি-২ এর এবারের ২১তম পর্বটি ১২ থেকে ১৪ এপ্রিল সার্বিয়ায় অনুষ্ঠিত হয়। সূত্র- মেহর নিউজ