সামরিক বিমান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২০

ইরানের প্রতিরক্ষা শিল্প দেশের অভ্যন্তরে সামরিক বিমানের প্রত্যেকটি যন্ত্রাংশ উৎপাদনে সক্ষম বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। শনিবার রাতে জাতীয় টিভিকে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা জানান।
নাসিরজাদেহ বলন, বর্তমানে আমেরিকা সহ বিশ্বের বড় বড় যুদ্ধবিমান নির্মাতা কোম্পানিগুলো তাদের প্রয়োজনীয় সব যন্ত্রাংশ ও আনুষাঙ্গিক উপকরণগুলো উৎপাদন করে না। এক্ষেত্রে কয়েকটি দেশ তাদের উৎপাদনে অংশগ্রহণ করে থাকে। তবে আমরা যুদ্ধবিমানের সমস্ত উপকরণ দেশের অভ্যন্তরে উৎপাদন করে থাকি।
বিমান বাহিনীর কমান্ডার বলেন, ‘‘আমরা সামরিক জেট নির্মাণের প্রযুক্তি ও জ্ঞান অর্জন করেছি। বিমানবাহিনীর যে কোনো চাহিদা পূরণে সক্ষম প্রতিরক্ষা শিল্প। আমরা কিয়াম ও ইসফাহান সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং হালনাগাদ জ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত অন্য বিমানঘাঁটিগুলোতে পাইলট প্রশিক্ষণ দেয়ার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ।
যুদ্ধবিমানের ইঞ্জিন উৎপাদনকে খুবই জটিল প্রযুক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এবছর আমরা একটি ইঞ্জিনের নকশা ও উৎপাদন করেছি এবং এটি কাওছার জেটে স্থাপন করা হয়েছে। ইঞ্জিনটির চক্কর দেয়ার ক্ষমতা মার্কিন তৈরি এফ-৫ যুদ্ধবিমানের চেয়ে অনেক বেশি। আমরা যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির সেই প্রযুক্তি অর্জন করেছি। সূত্র: তেহরান টাইমস।