শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সাত দেশে পোশাক রপ্তানি করে ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৩ 

news-image

ইরানি টেইলার্স অ্যাসোসিয়েশনের প্রধান আকবর সেদঘি দেশটির পোশাক শিল্পের ব্র্যান্ডিংয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন, ইরানে তৈরি উচ্চমানের পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।

তিনি পোশাক ও পোশাক উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রশাসনের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

ইরানের পোশাক উৎপাদনের মান বৃদ্ধির সাথে সাথে প্রতিবেশী দেশ তুরস্ক থেকে এই পণ্যের আমদানি কমে গেছে এবং এখন ইরানের তৈরি পোশাক উল্টো তুরস্কে রপ্তানি করা হয়।

ইরানি পোশাক উৎপাদনের জন্য ব্র্যান্ডিং প্রয়োজন বলে জানান তিনি। টেইলার্স অ্যাসোসিয়েশনের প্রধান আরও জানান, ইরানের উচ্চ মানের পোশাক রাশিয়া, তুরস্ক, সিরিয়া, ইরাক, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। সূত্র: মেহর নিউজ