শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সাইয়্যাদ ক্ষেপণাস্ত্রের গণ উৎপাদন শুরু করেছে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ২৩, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান দেশীয় প্রযুক্তিতে তৈরি সাইয়্যাদ-৩ বা হান্টার ক্ষেপণাস্ত্রের গণ উৎপাদন শুরু করেছে। শনিবার গণ উৎপাদন কর্মসূচির  উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি।পার্সটুডের খবর

এই অনুষ্ঠানের মাধ্যমে ইরানে তৈরি কিছু ক্ষেপণাস্ত্র খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কাছে হস্তান্তর করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকান জানান, সাইয়্যাদ ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং ২৭ কিলোমিটার উপরে উঠতে পারে। এ ক্ষেপণাস্ত্রকে মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে। জেনারেল দেহকান বলেন, এ ক্ষেপণাস্ত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তিনি জানান, যেসব বিমান রাডার ফাঁকি দিতে সক্ষম সেসব বিমানকে ভূপাতিত করতে পারবে সাইয়্যাদ ক্ষেপণাস্ত্র। এছাড়া, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র হেলিকপ্টার ও নানা ধরনের দ্রুতগতির অত্যাধুনিক বিমানকে মোকাবেলা করতে পারে সাইয়্যদ-৩।