সহস্রাধিক পরিবেশ স্কুল নির্মাণ করবে ইরান
পোস্ট হয়েছে: মে ২২, ২০১৭
ইরানে দেশজুড়ে নির্মাণ করা হবে সহস্রাধিক পরিবেশ স্কুল। আর এসব স্কুল নির্মাণ করা হবে বেসরকারি বিনিয়োগে। ইরানের পরিবেশ বিভাগের প্রধান মাসুমেহ ইবতেকার এই কথা জানিয়েছেন।
তিনি জানান, এই ক্ষেত্রে পরিবেশ রক্ষা সংগঠন ‘ফরেস্ট, রেঞ্জল্যান্ডস অ্যান্ড ওয়াটারশেড অরগানাইজেশন এবং শিক্ষা মন্ত্রণালয় যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
মাসুমেহ দেশব্যাপী সবুজ উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব তুলে ধরেন। বলেন, ‘আমি মনে করি পরিবেশগত বিদ্যালয় কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে।’ তিনি বলেন, সবুজ পেশা (গ্রিন জব) একটি জয়জয়কর পদক্ষেপ। পরিবেশ স্কুল পরিবেশ রক্ষা ছাড়াও কর্মসংস্থান তৈরি করবে।
সূত্র: ইরান ডেইলি।