শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সমুদ্রপথে ইরানের ৯০শতাংশ বাণিজ্য

পোস্ট হয়েছে: জুন ২৮, ২০২০ 

news-image

ইরানের ৯০ শতাংশ ব্যবসা-বাণিজ্য সমুদ্রপথে হয় বলে জানিয়েছেন দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) এর মেরিটাইম অ্যাফেয়ার্সের উপপ্রধান নির্বাহী জলিল ইসলামি। বুধবার বিশ্ব সামুদ্রিক দিবস উপলক্ষে তিনি এই তথ্য জানান।

তিনি জানান, এবছরের বিশ্ব সামুদ্রিক দিবসের স্লোগান ‘সেইলরস অ্যান্ড সিফারার্স আর কি এলিমেন্টস অব মেরিটাইম ইন্ডাস্ট্রি’ তথা  নাবিক ও সমুদ্রে ভ্রমণকারী সামুদ্রিক শিল্পের প্রধান উপাদান।  বিশ্ব বাণিজ্যের সাপ্লাই চেইন এমন একটি চেইন, যেখানে নাবিকরা মৌলিক ভূমিকা রাখেন।

গত ইরানি বছরে (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) ইরানের বাণিজ্য বন্দরে নাাবিকদের দ্বারা ২০ হাজার সামুদ্রিক অভিযান পরিচালিত হয়েছে।  সূত্র: মেহর নিউজ এজেন্সি।