বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সপ্তাহ ব্যবধানে আরেকটি সাইবার হামলা ব্যর্থ করে দিলো ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৮, ২০১৯ 

news-image

এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় সাইবার হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে ইরান। এবার দেশটির গোয়েন্দা সংস্থাকে টার্গেট করে এই সাইবার হামলা চালানো হয়েছিল। রোববার এই তথ্য জানিয়েছেন ইরানের টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মাদ জাভাদ আজারি জাহরোমি।

সংক্ষিপ্ত এক ট্যুইটার পোস্টে তিনি বলেন, দেশের নিরাপত্তা বেষ্টনি সাইবার হামলাটি চিহ্নিত করে প্রতিহত করতে সক্ষম হয়েছে। গুপ্তচর সার্ভার থেকে হামলাটি চালানো হয়, যেটি চিহ্নিত করা হয়েছে এবং হ্যাকারদেরও শনাক্ত করা গেছে বলে জানান তিনি। এই খবর দিয়েছে সংবাদ সংস্থা এপি।

এরআগে বুধবার জাহরোমি জানিয়েছিলেন, তার দেশের ইলেক্ট্রনিক অবকাঠামোর ওপর চালানো বড় ধরনের সুসংগঠিত একটি সাইবার হামলা ব্যর্থ করে দেয়া হয়। দেশের বাইরে থেকে হামলাটি চালানো হয়েছিল। বিদেশি একটি সরকার কর্তৃক সাইবার হামলাটি চালানো হয় বলে তিনি জানিয়েছিলেন।

মন্ত্রী জানান, দেফজা ফায়ারওয়াল নামে পরিচিত নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের সাইবার হামলাটি নস্যাৎ করে দিতে হসক্ষম হয়। এটা অত্যন্ত বড় ধরনের হামলা ছিল উল্লেখ করে তিনি জানান, পরবর্তীতে বিস্তারিত প্রকাশ করা হবে। সূত্র: ইরান ডেইলি।