শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

শেষ পর্যন্ত চুক্তি: ইরানকে ১০০ বিমান দিচ্ছে এয়ারবাস

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৫, ২০১৬ 

news-image

বিমান কেনার বিষয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান শেষ পর্যন্ত ইউরোপের সবচেয়ে বড় কোম্পানি এয়ারবাসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে। ইরানের পক্ষে চুক্তি সই করেছে জাতীয় পতাকাবাহী ‘ইরান এয়ার’। চুক্তি অনুযায়ী ইরানের কাছে ১০০টি বিমান বিক্রি করবে এয়ারবাস যার জন্য তেহরানকে মোট ১,৮০০ কোটি ডলার পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার ইরান এয়ারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কমকর্তা ফরহাদ পারভারেশ এবং এয়ারবাসের প্রেসিডেন্ট ও নির্বাহী কর্মকর্তা ফেব্রিস ব্রেগিয়ার চূড়ান্ত চুক্তিতে সই করেন। চলতি বছরের জানুয়ারি মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিমান কেনার বিষয়ে ইরান ও এয়ারবাসের মধ্যে প্রাথমিক চুক্তি সই হয়েছিল।

চুক্তি অনুযায়ী এয়ারবাসের ৪৬টি এ-৩২০ বিমান, ৩৮টি এ-৩৩০ এবং ১৬টি এ-৩৫০ এক্সডাব্লিউবি বিমান দেয়া হবে ইরানকে। ২০১৭ সালের প্রথম দিক থেকে বিমান হস্তান্তর শুরু হবে। সূত্র: পার্সটুডে