শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

শীঘ্রই ‘কাওসার’ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ৭, ২০২৪ 

news-image

ইরানের মহাকাশ সংস্থার (আইএসএ) প্রধান হাসান সালারি বলেছেন, অদূর ভবিষ্যতে রিমোট সেন্সিং ‘কাওসার’ স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে৷তিনি বলেন, দেশের মহাকাশ শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলি হচ্ছে
সামান-২ অরবিটাল ট্রান্সফার ব্লকের উৎক্ষেপণ, মহাকাশ ব্যবস্থাপনার আকারে টলো-৩ এবং জাফর-২ স্যাটেলাইট উৎক্ষেপণ এবং আইওটি (ইন্টারনেট অব থিংস) স্যাটেলাইট সিস্টেমের উৎক্ষেপণ।

আইএসএ প্রধান বলেন, “কাওসার” রিমোট সেন্সিং স্যাটেলাইট শীঘ্রই মহাকাশে উৎক্ষেপণ করা হবে।

“বিশ্ব মহাকাশ সপ্তাহ”-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) উপমন্ত্রী “কাওসার” রিমোট সেন্সিং স্যাটেলাইট সম্পর্কে দেশের মহাকাশ কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, এই স্যাটেলাইটের ছবির সকল ধারণক্ষমতাকে সরকার ক্রয় করেছে, যাতে বেসরকারি খাতে এই কার্যক্রম চালানোর জন্য যথেষ্ট অনুপ্রেরণা থাকে। সূত্র: মেহর নিউজ