শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

শিশুদের স্বাস্থ্যে উন্নত দেশের সমকক্ষ ইরান

পোস্ট হয়েছে: মে ২৩, ২০২২ 

news-image

ইরানে ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে অনেক রোগ নির্মূল করা সম্ভব হয়েছে। শিশুদের স্বাস্থ্যে এখন উন্নত দেশের সমকক্ষ দেশটি।ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী কামাল হায়দারি এসব কথা বলেন।এপ্রিলের শেষ সপ্তাহে প্রতি বছর পালিত বিশ্ব টিকা সপ্তাহ ২০২২ উপলক্ষে তিনি এই মন্তব্য করেন।ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, সব কর্মকর্তা এবং টিকা উন্নয়নের সাথে জড়িতদের প্রচেষ্টায় অনেক রোগ যা একসময় জনগণের স্বাস্থ্যের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হত এখন তা নির্মূল করা হয়েছে। ইরানের শিশুদের স্বাস্থ্য উন্নত দেশগুলোর স্তরে রয়েছে। ইরান কিছু সূচকে অঞ্চল ও বিশ্বকে ছাড়িয়ে যাচ্ছে।

সূত্র: তেহরান টাইমস।