শরতে উতক্ষেপণের জন্য প্রস্তুত ইরানের তৈরি শরিফ উপগ্রহ
পোস্ট হয়েছে: নভেম্বর ৫, ২০১৩

ইরানের বিশেষজ্ঞরা দেশে তৈরি শরিফ উপগ্রহের নির্মাণকাজ শেষ করেছেন এবং চলতি শরৎকালের মধ্যেই উপগ্রহটি কক্ষপথে স্থাপন করা হবে। তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ উপগ্রহ তৈরি করেছেন বলে জানিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রেজা রুস্তা-আজাদ।
ইরানে শরৎকাল শুরু হয় ২২ সেপ্টেম্বর এবং তিনমাসব্যাপী এ ঋতু শেষ হয় ২১ ডিসেম্বর।
ইরানের অন্যতম খ্যাতনামা প্রযুক্তিবিদ রেজা রুস্তা-আজাদ আরো জানান, ইরানে তৈরি শরিফ বি-১ ক্যারিয়ারের মাধ্যমে এ উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হবে। পৃথিবীর নিম্ন কক্ষপথ (এলইও) নামে পরিচিত ভূপৃষ্ঠ থেকে ৩৫০ কিলোমিটার থেকে ৫০০ কিলোমিটার ঊর্ধ্বাকাশে ৫০ কেজি ওজনের শরিফ উপগ্রহ স্থাপন করা হবে। অবশ্য শক্তিশালী রকেটে করে পাঠানো হলে একে পৃথিবীর উচ্চ কক্ষপথেও স্থাপন করা যাবে।
ইরান গত ২৮ জানুয়ারি বায়ো-ক্যাপসুলে করে মহাকাশে জীবিত বানর পাঠায়। বানরটি তার মিশন শেষ করে জীবিত অবস্থায় ভূপৃষ্ঠে ফিরে আসে। মহাকাশে মানুষ পাঠানোর প্রাথমিক পদক্ষেপ হিসেবে এ মিশন পাঠিয়েছিল ইরান। এর আগে ২০০৯ সালে প্রথম দেশে তৈরি উপগ্রহ উমিদ (আশা) মহাকাশে পাঠায় ইরান।#
রেডিও তেহরান, ৫ নভেম্বর, ২০১৩