শরণার্থীদের চমৎকার সেবা দিচ্ছে ইরান: জাতিসংঘ
পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/11/4bkb0e51e45841i4r1_800C450-1.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরানে অবস্থানরত বিদেশি শরণার্থীদেরকে দেশটি চমৎকার সেবা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন- ইউএনএইচসিআরের ইরান বিষয়ক প্রতিনিধি সিওয়াঙ্কা ডানা পালা বুধবার ইরানের কাশান শহর পরিদর্শনের সময় এ স্বীকৃতি দেন।
তিনি বলেন, গত ২০ বছর যাবত তিনি ইউএনএইচসিআররের প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। তার অভিজ্ঞতা বলছে, অন্য সব দেশের চেয়ে ইরান শরণার্থীদের জন্য অনেক বেশি অনুকূল পরিবেশ তৈরি করেছে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, বিদেশি শরণার্থীদের আশ্রয় দানকারী বিশ্বের প্রথম ১০টি দেশের অন্যতম ইরান।
সিওয়াঙ্কা ডানা পালা ইরানে অবস্থানরত বিদেশি শরণার্থীদের অবস্থা পরিদর্শনের জন্য বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের নিয়ে মঙ্গলবার ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের কাশান সফরে যান। দু’দিনের এ সফরে প্রতিনিধিদলটি শরণার্থীদের বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ ইরানের পক্ষ থেকে দেয়া অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।
অস্ট্রেলিয়া, সুইডেন, আফগানিস্তান, হল্যান্ড, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড, নরওয়ে,জাপান ও ফ্রান্সের রাষ্ট্রদূত বা তাদের প্রতিনিধিরা। সূত্র: পার্সটুডে