মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

শরণার্থী শিশুদের শিক্ষায় ইরানের প্রচেষ্টাকে স্বাগত জাতিসংঘের

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৯, ২০১৯ 

news-image

ইরান প্রায় ৫ লাখ আফগান শিশুকে শিক্ষার সুযোগ-সুবিধা দেয়ায় দেশটির এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। এই তথ্য জানিয়েছেন ইউএনএইচসিআর এর মুখপাত্র বাবার বালোচ। তিনি জেনেভায় পালাইস ন্যাশনসে সংবাদ ব্রিফিংকালে এই তথ্য জানান।
 
তবে ইরান বর্তমানে যেসব অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে তাতে দেশটির বিপুল পরিমাণে মানবিক সহায়তা প্রয়োজন বলে স্বীকার করেন তিনি। বিগত কয়েক দশক যাবত শরণার্থী আশ্রয় দেয়ার দিক দিয়ে বিশ্বে অন্যতম শীর্ষস্থানে রয়েছে ইরান। দেশটিতে কেবল নিবন্ধিত আফগান শরণার্থী রয়েছে ১০ লাখ। তবে ইউএনএইচসিআর এর তথ্য মতে ইরানে নিবন্ধনের বাইরে আরও ২০ লক্ষাধিক আফগান শরণার্থী রয়েছে।

শিশু অধিকার বিষয়ক জাতীয় কমিশনের মহাসচিব মাহমুদ আব্বাসি মার্চে জানান, বর্তমানে ইরানের বিভিন্ন স্কুলে ৫ লাখ আফগান শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষা মন্ত্রণালয় শরণার্থী শিক্ষায় প্রায় ২৪০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। এরমধ্যে আন্তর্জাতিক অনুদানের পরিমাণ মাত্র দুই থেকে আড়াই শতাংশ। সূত্র: তেহরান টাইমস।