শতাব্দী প্রাচীন বরফের গুদাম পরিণত হচ্ছে পর্যটন কেন্দ্রে
পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০২১
ইরানের মরূদ্যান শহর আরদেস্তানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক ইয়াখচালকে (বরফের গুদাম) পর্যটন গন্তব্য হিসেবে পুনঃজীবিত করার পরিকল্পনা করা হচ্ছে। আরদেস্তান প্রদেশের পর্যটন প্রধান মেহদি মাশাদি শনিবার এই তথ্য জানান।
তিনি বলেন, বছরের পর বছর ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ কাঠামোটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন সময় আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে। এখন এটি পুরোপুরি পুনরুদ্ধার করা হবে।
এই কর্মকর্তা বলেন, প্রকল্পটির জন্য ৭৫০ মিলিয়ন রিয়াল (১৭ হাজার ৮শ মার্কিন ডলার) বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রাচীন কাঠামেটি ইসফাহান প্রদেশে অবস্থিত। ইরানের জতীয় ঐতিহ্যের তালিকায় ২০১৮ সালে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটিকে অন্তর্ভুক্ত করা হয়।
যখন কোনো বিদ্যুৎ, কোনো ফ্রিজ ও কোনো গৃহসরঞ্জাম ছিল না তখন মানুষজন আগামী দিনের জন্য প্রচুর পরিমাণ পানি এখানে সঞ্চয় করে রাখতেন। উঁচু দেওয়ালের মধ্যে রাখা এই পানি ঠাণ্ডা থাকতো। সূত্র: তেহরান টাইমস।