ল্যাটিন আমেরিকার ফিল্ম ফেস্টিভালে ইরানের ‘কুলবার্ফ’
পোস্ট হয়েছে: জুন ২৪, ২০২১
ল্যাটিন আমেরিকান চলচ্চিত্র উৎসবের ১১ টি বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ইরানি ফিচার ফিল্ম ‘কুলবার্ফ‘ । এটি পরিচালনা করেছেন মিলাদ মানসৌরি। এর আগে বুলগেরিয়ার ফিল্ম ফেস্টিভালে ‘কুলবার্ফ’ ৬টি পুরস্কার লাভ করে। মিলাদ মানসুরির প্রথম চলচ্চিত্র হিসেবে ‘কুলবার্ফ’ আন্তর্জাতিক অঙ্গনের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ‘কুলবার্ফ’এ অভিনয় করেছেন হোসেইন সোলেমানি, হোসেইন মেহরি, দেনিজ মোতেভাসেলি, মাহতাব সারভাতি, চিয়া বাবামিরি, আলি ফেরাসাতি, আর্টিন আমজাদি, পায়াম আমাদিনিয়া ও আলি আনসারিয়ান। মেহর