সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

লেবাননের কাছে ১৫ টন খাদ্য সামগ্রী হস্তান্তর করল ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ৯, ২০২০ 

news-image

লেবাননের রেডক্রসের কাছে ১৫ টন খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। এ তথ্য জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-প্রধান মোহাম্মাদ বাকের মোহাম্মাদি।

তিনি আজ (শনিবার) বলেছেন, ১৫ টন খাদ্য সামগ্রীর মধ্যে দুই ধরণের প্যাকেট রয়েছে। ৭২ ঘণ্টা মেয়াদি প্যাকেটের পাশাপাশি রয়েছে এক মাস মেয়াদি প্যাকেট।

তিনি বলেন, ইরানের পক্ষ থেকে যেসব খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে শুকনো খেজুর, ভাত এবং টোনা মাছ ও মটরশুঁটির ক্যান। এছাড়া এসব প্যাকেটে চামচ ও গ্লাস সরবরাহ করা হয়েছে।

বৈরুতে বিস্ফোরণের পরপরই ইরান সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুতি ঘোষণা করে।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি দেশের স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রীকে লেবাননের সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছেন যাতে যেকোনো প্রয়োজনে জরুরি ভিত্তিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়।

পার্সটুডে/