লিফ্ট ইন্ডিয়া উৎসবে ‘নারগিস মাস্ট’ এর দুই পুরস্কার
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২০
সৈয়দ জালালুদ্দিন দোররি পরিচালিত ইরানি ছবি ‘নারগিস মাস্ট’ লিফ্ট ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি অ্যাওয়ার্ড জিততে সক্ষম হয়েছে। গেল ২৬ ডিসেম্বর উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে ইরানি ছবি ‘নারগিস মাস্ট’ সেরা ফিচার চলচ্চিত্র মিউজিক অ্যাওয়ার্ড লাভ করে। চলচ্চিত্রটির মিউজিক রচনা করেন মাজিদ দেরাখশানি।
এছাড়া লিফ্ট ইন্ডিয়া উৎসব থেকে চলচ্চিত্র পরিচালক সৈয়দ জালালুদ্দিন দোররি বিশেষ জুরি পুরস্কার লাভ করেন।
‘নারগিস মাস্ট’ এ ইরানের সমসাময়িক চার কবি এবং সুরকারের জীবন কাহিনি তুলে ধরা হয়েছে। সেই সাথে রোমান্টিক এবং কাব্যিক ভঙ্গিতে ইরানি সংগীতের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।